অঞ্জনের হাত ধরে বড় পর্দায় আসছে শ্রীকান্ত।
নজরবন্দি ব্যুরোঃ বাংলা সাহিত্য নিয়ে এর আগে অনেক ছবি হয়েছে বাংলা,হিন্দিতে। আগামী দিনে আরও হবে।তাই সেই ধারা বজায় রেখে এবার পরিচালক অঞ্জন দত্ত বড় পর্দায় আনতে চলেছেন শরত্ চন্দ্রের বিখ্যাত ঔপন্যাসিক চরিত্র শ্রীকান্থ কে ।
শ্রীকান্থ চরিত্র করছেন নতুন মুখ সুপ্রভাত দাস । এই ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন পর্ণ মিত্রা ,প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার এবং গার্গী রায় চৌধুরীর মত অভিনেতা,অভিনেত্রিরা। এই বছরের ডিসেম্বর ,মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে ।
শ্রীকান্থ চরিত্র করছেন নতুন মুখ সুপ্রভাত দাস । এই ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন পর্ণ মিত্রা ,প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার এবং গার্গী রায় চৌধুরীর মত অভিনেতা,অভিনেত্রিরা। এই বছরের ডিসেম্বর ,মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে ।

No comments