স্বনির্ভর গোষ্ঠীর থেকেও কাটমানি নিয়েছে তৃণমূল? বিক্ষোভ পঞ্চায়েত অফিসের সামনে।
নজরবন্দি ব্যুরোঃ কাটমানি নিয়ে সোচ্চার গোটা রাজ্য, অব্যাহত অশান্তি। এবার স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে কাটমানি নেওয়া অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতে এদিন পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূল নেতৃত্বের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এলাকার তৃণমূল নেতৃত্ব স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কাটমানি নিত।
এছাড়াও বিজেপির অভিযোগ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেও টাকা আত্মসাত্ করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড। এমনই একাধিক অভিযোগে সোচ্চার হয়ে সোমবার বিকেল থেকে দীর্ঘক্ষণ পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। পুলিস এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি স্থানীয় নেতৃত্ব।

No comments