তিক্ততা ভুলে ভাটপাড়ার শান্তি মিছিলে সোমেন-সূর্যকান্ত!
নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছে দুই দলেরই। রাজ্যের প্রধান বিরোধী দলের জায়গা দখল করেছে বিজেপি। এখন লড়াই তাই অস্তিত্ব টিকিয়ে রাখবার।
তিক্ততা ভুলে ফের একবার কাছাকাছি আসার চেষ্টায় কংগ্রেস-সিপিআই(এম)।
ভাটপাড়ায় শান্তি ফেরানোর দাবিতে আজ কাঁকিনাড়া স্টেশন থেকে মিছিল হাঁটবে সিপিআই(এম)। এই মিছিলে অংশ নেবেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। একদা জোটসঙ্গীদের এই শান্তি মিছিলে সামিল হবে প্রদেশ কংগ্রেস। এদিনের শান্তি মিছিলে হাঁটবেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র।
জানা গিয়েছে, সিপিআই(এম) ও কংগ্রেস এক যোগে এদিন ভাটপাড়া থানায় শান্তি ফেরানোর দাবি জানাবে।
মেরুকরণের রাজনীতি ও সন্ত্রাস মোকাবিলায় বিকল্প জোট ছাড়া এগিয়ে যাওয়া মানে বিজেপি ও তৃণমূলকেই সাহায্য করা। এমনটাই মনে করেন সূর্যকান্ত, সোমেন মিত্ররা। তাই আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই ভাটপাড়া থেকেই শুরু হচ্ছে সিপিআই(এম) ও কংগ্রেস জোটের সলতে পাকানোর কাজ।
তিক্ততা ভুলে ফের একবার কাছাকাছি আসার চেষ্টায় কংগ্রেস-সিপিআই(এম)।
ভাটপাড়ায় শান্তি ফেরানোর দাবিতে আজ কাঁকিনাড়া স্টেশন থেকে মিছিল হাঁটবে সিপিআই(এম)। এই মিছিলে অংশ নেবেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। একদা জোটসঙ্গীদের এই শান্তি মিছিলে সামিল হবে প্রদেশ কংগ্রেস। এদিনের শান্তি মিছিলে হাঁটবেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র।
জানা গিয়েছে, সিপিআই(এম) ও কংগ্রেস এক যোগে এদিন ভাটপাড়া থানায় শান্তি ফেরানোর দাবি জানাবে।

No comments