নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে এই রাজ্যে ১৮ টি আসন জিতে চমক দিয়েছে বিজেপি। আর এর পর থেকে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে না রাজ গেরুয়া শিবির। যদিও লোকসভা নির্বাচনের পর থেকে দলে দলে তৃণমূলের সমর্থক থেকে বিধায়ক নাম লিখিয়েছেন বিজেপিতে।
বাংলায় রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে।
তৃণমূল সরকারের পতন এখন সময়ের অপেক্ষা মাত্র। সোমবার দিল্লিতে তৃণমূলের আরও এক বিধায়ক, প্রাক্তন জেলা সভাপতি, ১০ জেলা পরিষদ সদস্য ও কাউন্সিলরদের যোগদানের পর মুকুল রায় সাফ জানিয়ে দিলেন তৃণমূলের পতনের দিনক্ষণ। মুকুল রায় বলেন, একটা জেলা পরিষদ মানে একটা সরকার। এবার সেই সরকার হাতছাড়া হয়ে গেল। এবার সেই সূত্র ধরে আরও জেলা পরিষদ হারাবে তৃণমূল। পুরসভা, পঞ্চায়েত হাতছাড়া হবে। তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া এবার শুরু হয়ে গিয়েছে।
সাত দফা শেষে সব ফাঁকা হয়ে যাবে। মুকুলের কথায়, এখনও যোগদানের প্রথম পর্বের এক্সটেনশন চলছে। মোট সাত দফায় যোগদান পর্ব চলবে। সপ্তম দফা সম্পূর্ণ হবে যেদিন, সেদিন আর তৃণমূলের সরকার থাকবে না। বাংলায় রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, সেই ভূমিকম্পেই ধসে পড়বে তৃণমূলের সাম্রাজ্য। সেদিন আর বেশি দূরে নয়। লোকসভা ভোটের পর একে একে বিধায়করা ভিড় করছেন বিজেপিতে। আর তাঁদের সঙ্গে পুরসভার কাউন্সিলররাও দল ছাড়ায় পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের। এবার পুরসভা-পঞ্চায়েত ছাড়িয়ে তৃণমূলের জেলা পরিষদ ধরে টান দিল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ এবার হাতছাড়া হল শাসক তৃণমূলের।
No comments