Header Ads

বিরাটদের জার্সি নিয়ে এবার শুরু হল রাজনৈতিক তর্জা।

নজরবন্দি ব্যুরোঃ গেরুয়া না নীল? ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত কোন রঙের জার্সি গায়ে খেলতে নামবে তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। তবে এখন বিষয়টি আর ২২ গজে আটকে নেই। রাজনৈতিক তরজাও শুরু হয় গিয়েছে। সমাজবাদী পার্টির নেতা এবং বিধায়ক আবু আজমীরের বক্তব্য “ভারতীয় দলের জার্সির রঙেও নরেন্দ্র মোদি সরকার প্রভাব বিস্তার করতে চাইছে। আমাদের জাতীয় পতাকায় তিনটি রঙ যেখানে রয়েছে। সেখানে কেন গেরুয়া রঙকেই বেছে নেওয়া হল”।
 সপা বিধায়কের সুরেই প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক নসীম খান বলেন, “ক্ষমতায় আসার পর থেকে গৈরিকীকরণের রাজনীতি করছেন মোদী। তেরঙাকে সম্মান জানানো উচিত। দেশের সম্প্রীতিকে তুলে ধরে তেরঙা। সব কিছুই গৈরিকীকরণ করছে সরকার। প্রসঙ্গত আগামী ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সি পরে মাঠে নামবে ভারত। চিরাচরিত নীল জার্সি বদল কেন? এর পিছনে রয়েছে আইসিসির নয়া নিয়ম। ফুটবলের মতোই নতুন নিয়মে একই রঙের জার্সিধারী দল মাঠে নামতে পারবে না। সেক্ষেত্রে হোম টিমের জার্সি থাকবে অপরিবর্তিত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.