Header Ads

র’এর প্রধান হলেন সমন্ত গয়াল আর আইবি প্রধান হলেন অরবিন্দ।

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানে ঢুকে নিখুঁত অভিযান চালিয়ে নির্বিঘ্নে ফিরে আসার পরিকল্পনার দায়িত্ব থাকা সমন্ত গয়ালকে গোয়েন্দা সংস্থা র (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর প্রধান করার সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। অপরদিকে আইবি-র প্রধান হিলেন অরবিন্দ কুমার। ১৯৮৪ ব্যাচের এই দুই আইপিএস অফিসার সমন্ত গয়াল ও অরবিন্দ কুমারের নামে সবুজ সঙ্কেত দিয়েছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, সমন্ত পাকিস্তান বিশেষজ্ঞ।
 নকশাল দমন ছাড়াও দীর্ঘ সময় কাশ্মীরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অরবিন্দের। অন্য দিকে পাকিস্তান ডেস্ক সহ উপমহাসাগরীয় দেশগুলিতেও কাজের অভিজ্ঞতা থাকায় তাঁকেই র' প্রধান হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়। অন্য দিকে, অসম-মেঘালয় ক্যাডারের অফিসার অরবিন্দ কুমারের নকশাল দমনে অভিজ্ঞতা রয়েছে। তিনি কাশ্মীরে গোয়েন্দা বিভাগের বিশেষ অধিকর্তার কাজ করেছেন। তাই তাঁকে আইবি প্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.