জাহ্নবীর বেলি ড্যান্সে মাত সোশ্যাল মিডিয়া। দেখুন আপনিও।
নজরবন্দি ব্যুরোঃ পরিচালক
শশাঙ্ক খৈতান ও মাধুরি দীক্ষিত খুব শীঘ্রই টেলিভিশনে ডান্স রিয়েলিটি শো নিয়ে হাজির
হবেন, তাঁর নাম 'ডান্স দিওয়ানা-২'। সেই রিয়েলিটি শোয়ের চ্যালেঞ্জের জন্য বেলি
ডান্স করতে দেখা গিয়েছে জাহ্নবীকে।
এই চ্যালেঞ্জটি তাঁকে দিয়েছেন তাঁর পরিচালক
শশাঙ্ক খৈতান। সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী কাপুরের এই বেলি
ড্যান্সের একটি ভিডিও ঘুরছে। তাঁর নাচে মুগ্ধ অনুরাগীরা। ইনস্টা-ভিডিওতে দেখা
যাচ্ছে, একটি গানের তালে কোমর দোলাচ্ছেন তিনি। যা ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন সেই ভিডিও নিচের লিঙ্কে
ক্লিক করে।
https://www.instagram.com/p/ByxCGeGA0Ay/

No comments