Header Ads

গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার প্রক্রিয়া শুরু করল নবান্ন!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে ধাক্কা খাবার পরেই যেমন শিক্ষক নিয়োগের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার, ঠিক তেমনি এবার সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়েও নজর দিল নবান্ন।

এবার গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার কাজ শুরু করল নবান্ন।
রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে চুক্তিতে নিযুক্ত কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার কাজে হাত লাগাল রাজ্য প্রশাসন। ইতিমধ্যে রাজ্যের সমস্ত দফতরকে চিঠি দিয়েছে অর্থ-দফতর। সমস্ত দফতরকে পাঠানো চিঠিতে নির্দিষ্ট প্রোফর্মায় সব অফিসে কর্মরত চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের তালিকা দিতে বলা হয়েছে।  খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে চলেছে। প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবর মোতাবেক রাজ্য সরকার খুব দ্রুত যাতে চুক্তিতে নিযুক্ত কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করা যায় তা চেষ্টা করবে।

আগেই বাজেটে চুক্তিতে নিযুক্ত গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে উন্নীত করার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজে সিলমোহর দেন। অন্তত তিন বছর কাজ করলে এবং মাধ্যমিক উত্তীর্ণ হলে তবেই এই সুযোগ পাওয়া যাবে বলে তখনই ঘোষণা করে দেওয়া হয়। বাজেট ঘোষণা হওয়ার দিন চারেক পর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে অর্থ দফতর। নির্দেশিকা জারি হলেও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি সরকার। দেরিতে হলেও অবশেষে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই খবরে খুশি চুক্তিভিত্তিক কর্মীরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.