মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সুনীল সিং!
নজরবন্দি ব্যুরো: আজ বিজেপি-তে যোগ দিলেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। দিল্লিতে বিজেপি-র কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ ও অর্জুন সিংয়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি।
পাশাপাশি গারুলিয়া পৌরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর যোগ দেন বিজেপিতে।
গতকাল দিল্লি যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। আর এই খবর নিয়ে বেশ চর্চা চলছিল গতকাল থেকে। তাঁর সঙ্গে যান গারুলিয়া পৌরসভার ১২ জন কাউন্সিলর। আর তারপর থেকেই তাঁর বিজেপি-তে যোগ দানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এর আগেও একাধিকবার সুনীলের বিজেপি-তে যোগদানের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।
কিন্তু খোদ সুনীল জানিয়েছিলেন, তিনি দল ছাড়ছেন না এখন। গত ১৪ জুন কাঁচরাপাড়ার সভা থেকে দল যারা ছাড়তে চায় তাদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, যারা দল ছাড়তে চায় তাদের সাতদিন সময় দেওয়া হল। এই ঘোষণার পরই সুনীলের বিজেপি-তে যোগদানের সম্ভাবনা আরও বাড়ে। আজ সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি-তে সরাসরি নাম লেখালেন সুনীল।
পাশাপাশি গারুলিয়া পৌরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর যোগ দেন বিজেপিতে।
গতকাল দিল্লি যান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। আর এই খবর নিয়ে বেশ চর্চা চলছিল গতকাল থেকে। তাঁর সঙ্গে যান গারুলিয়া পৌরসভার ১২ জন কাউন্সিলর। আর তারপর থেকেই তাঁর বিজেপি-তে যোগ দানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এর আগেও একাধিকবার সুনীলের বিজেপি-তে যোগদানের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে।

No comments