Header Ads

পুরনিগম দখল অভিযানে উত্তেজনা ছড়াল হাওড়ায়,জলকামান ব্যবহার করে পুলিশ।

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে নির্বাচনে এই রাজ্যে বড় রকমের সাফল্য পেয়েছে বিজেপি। আর এর পরেই তৃণমূলের হাত থেকে বেশকিছু পুরসভা ও পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে দিলীপ ঘোষ, মুকুল রায় জুটি। এমনকি বেশকিছু তৃণমূল বিধায়কও নাম লিখিয়েছে বিজেপিতে।
সব মিলিয়ে প্রবল চাপে তৃণমূল নেতৃত্ব।

সোমবার সকালে হাওড়া পুরনিগম দখল অভিযানে নেমে ধুন্ধুমার কাণ্ড ঘটাল বিজেপি। বিজেপি'র পুরনিগম দখল অভিযানে উত্তেজনা ছড়াল হাওড়ায়। অবিলম্বে নির্বাচন করতে হবে এই দাবিতে আন্দোলন করাতে এই উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, হাওড়া পুরনিগম কার্যালয়ে সোমবার সকালে অভিযান করে জেলা বিজেপি নেতৃত্ব। অভিযান আটকাতে পুরনিগম চত্বরে মোতায়েন ছিল পুলিশ। বিজেপি কর্মীরা পুরনিগমের কাছে আসতেই পুলিশ তাঁদের আটকায়। তাতেই তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।
পুলিশ–বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। পুলিশের ওপর তারা আক্রমণ করতে শুরু করে। মারমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ।
তখন সামনের দিকে বাধা পেয়ে বিজেপি'‌র কিছু কর্মী-সমর্থক পুরনিগমের পেছনের গেটে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সেখানেও পুলিশ তাদের আটকালে উত্তেজনা আরও বড় আকার নেয়। রীতিমতো পুলিশের ওপর চড়াও হয়ে মারতে শুরু করেন বিজেপি সমর্থকরা। পাল্টা পুলিশও প্রতিরোধ গড়ে তুললে তারা পিছু হটতে বাধ্য হয় বিজেপি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.