Header Ads

ফের শিক্ষকদের বিক্ষোভে উত্তাল বিকাশ ভবন!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক অসন্তোষ দেখা গিয়েছে। সোমবারের কর্মব্যস্ত দিনে ফের শিক্ষকদের বিক্ষোভে উত্তাল সল্টলেক। ষষ্ঠ দিনের বিক্ষোভে বাঁধ ভাঙল শিক্ষকদের।
সোমবার পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন ঘেরাও করলেন পার্শ্বশিক্ষক ও শিক্ষিকারা। এর আগে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে নির্বাচনের আগে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রায় একহাজার কর্মী সমর্থকরা। এদিন আন্দোলনে সামিল হন মাদ্রাসা শিক্ষকরাও। তাঁদের দাবি না মানায় আজ সকালে উত্তেজনা চরমে পৌঁছায়। শিক্ষকদের সঙ্গে পুলিশ-কর্মীদের প্রথমে কথা কাটাকাটি পরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

নির্বাচনের পূর্বে শিক্ষকদের প্রতিশ্রুতি দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই তাদের সব সমস্যা সমাধান করা হবে।
এর পরেই গত সপ্তাহে আবারও সল্টলেকে বিধান মূর্তির পাদদেশে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষিকারা। আজ সপ্তাহের শুরুতেই শিক্ষা মন্ত্রীর সাথে দেখা করার আবেদন রাখেন তাঁরা। কিন্তু সেই দাবি না মানা হলে বাঁধ ভাঙে  শিক্ষক-শিক্ষিকাদের। পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের সামনে এসে পড়ে পার্শ্বশিক্ষক ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনে ঘেরাও করে সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতের শুরু করেন তাঁরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.