Header Ads

ট্রেন্ড পরীক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের নির্দেশ আদালতের!

নজরবন্দি ব্যুরো: গতকাল(বৃহস্পতিবার) আপার প্রাইমারিতে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় আদালত। যা এই মুহূর্তে খুবি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছে হবু শিক্ষকরা। আদালতের এই নির্দেশের পরে প্রশিক্ষিত প্রার্থীরা যে লাভবান হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে মামলাটি ওঠে। বিচারপতি আগামী ৩ আগস্টের মধ্যেই পিটিশনার প্রশিক্ষিত পরীক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার নির্দেশ দেন কমিশনকে।
দুদিন আগেই এই বেঞ্চের রায়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে আইনি জটিলতা কাটে। বিচারপতির অন্তর্বর্তী নির্দেশে টেট পরীক্ষার্থীরা অনেকটাই সুরাহা পেলেন বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী রুচিরা চট্টোপাধ্যায়, সুবীর বাবু এবং ভিষক ভট্টাচার্য। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২ জুলাই।
প্রসঙ্গত, ২০১৫ সালে ১৬ আগস্ট  আপার প্রাইমারির জন্য বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়।
প্রশিক্ষিতদের মধ্যে ১ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী এবং অপ্রশিক্ষিতদের মধ্যে ১ লক্ষ ৮ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিলো। তবে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের নথি যাচাইয়ের মাধ্যমে আইনবিরুদ্ধ কাজ করে বলে অভিযোগ। প্রশিক্ষিত পরীক্ষার্থীদের সবাইকে না ডেকে অপ্রশিক্ষিত পরীক্ষার্থীদের নথি যাচাই শুরু করে দেয়। যা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ( এনসিটিই)  এর গাইডলাইন বিরোধী। তাই স্কুল সার্ভিস কমিশনের এই অবস্থান কে চ্যালেঞ্জ করে গত মার্চ মাসে আদালতে মামলা দায়ের করে পরীক্ষার্থীরা। অভিযোগ প্রশিক্ষিত হয়েও ডাক পায় নি নথি যাচাই প্রক্রিয়াতে। অবশেষে গতকাল প্রশিক্ষিত প্রার্থীদের ৩রা আগস্টের মধ্যে নথি যাচাই করার নির্দেশ দেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি ২ জুলাই। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.