Header Ads

ভাটপাড়ায় তৃণমূলের প্রতিনিধি দলকে শুনতে হতে পারে 'জয় শ্রী রাম ধ্বনি'! ইঙ্গিত দিলেন অর্জুন সিং

নজরবন্দি ব্যুরো: ভাটপাড়ার আজ যাবেন তৃণমূলের প্রতিনিধিদল। অপেক্ষায় থাকবেন বারাকপুরের বিজেপি নেতা ও সাংসদ অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ভাটপাড়ায় পৌছলেই জয় শ্রী রাম ধ্বনি দিয়ে স্বাগত জানাবে গেরুয়া বাহিনী।
সেই ভাবে তৈরি রাখা হচ্ছে বিজেপির কর্মী-সমর্থকদের।

তৃণমূলের ওই প্রতিনিধিদলে থাকবেন, কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি তথা রাজ্যের খাদ্য-মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্যরা।

হাই-প্রোফাইল তৃণমূল কংগ্রেস নেতাদের কানে জয় শ্রী রাম ধ্বনি পৌঁছলে এলাকায় নতুন করে উত্তেজনা বাড়তে পারে।
সেই কারণে পুলিশ আঁটোসাঁটো নিরাপত্তার আয়োজন করেছে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল বারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

যদিও আগেই কমিশনারের সঙ্গে বাম-কংগ্রেস প্রতিনিধিদল সাক্ষাৎ করে গিয়েছেন। ওই দলে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গতকাল ভাটপাড়ায় গিয়েছিলেন বিদ্বজ্জনেরাও। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.