Header Ads

আজ বিধানসভায় সিপিআই(এম) নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী: সূত্র

নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তের সবথেকে বড় খবর, আজ বিধানসভায় সিপিআই(এম)নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রয়েছেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য ও রবীন দেব। সূত্রের খবর, এদিন বিধানসভায় এসে সিপিআই(এম) নেতাদের সঙ্গে নিজের ঘরে আলোচনায় বসেন তৃণমূল নেত্রী।
যদিও আলোচনার বিষয়বস্তু এখনও জানা সম্ভব হয় নি।
মুখ্যমন্ত্রীকে একগুচ্ছ অভিযোগ করেন সিপিআই(এম) নেতারা। এখনও তৃণমূলের অত্যাচারে কয়েক হাজার বাম সমর্থক ঘরছাড়া। রাজারহাটে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের জমি জটও ছিল এই আলোচনার বিষয়। তা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিশদে আলোচনা হয় বাম নেতাদের। প্রাপ্য টাকা পাচ্ছে না শিলিগুড়ি পুরসভা। সে বিষয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন সুজন চক্রবর্তী।

বাম-কংগ্রেসকে সঙ্গে চান মমতা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পাশে চান। এমন বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সংবিধানটাই না বদলে দেয় বিজেপি'। এটা নিয়েই আমার ভয় বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই বক্তব্যকে নিয়েই শুরু হয় বিতর্ক।
যদিও মুখ্যমন্ত্রীর বার্তাকে খারিজ করে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলকে ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করেছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম টুইট করেন, মমতার প্রশাসনিক ভবিষ্যৎ বাঁচানোর দায়িত্ব সিপিআই(এম) এর নয়। বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াইয়েক নৈতিক অধিকারও নেই।
একুশের বিধানসভা নির্বাচন। আর আগ্রাসী গেরুয়া শিবিরকে রুখতে বিরোধীদের পাশে চান তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই রাজনৈতিক বার্তাকেই অস্ত্র করে শাসক দলকে কোণঠাসা করার চালাচ্ছে কং-বাম জুটি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.