Header Ads

সমর্থকদের বিরোধিতা চাপে বিশ্বকাপের জার্সি বদল বাংলাদেশের

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট দলের জার্সি নিয়ে বাংলাদেশ বাসীর ক্ষোভের মুখে সে দেশের ক্রিকেট বোর্ড। এই বছর থেকে বিশ্বকাপ নতুন নিয়মে খেলা হবে। হোম অ্যাওয়ে ফরম্যাটের কারণে দুটি জার্সির উদ্বোধন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অ্যাওয়ে জার্সি নিয়ে কোনও সমস্যা না থাকলেও, বিতর্ক বাঁধে হোম জার্সি নিয়ে। হোম জার্সির রঙ চিরাচারিত ভাবে সবুজ হলেও তাতে লালের কোনও চিহ্নমাত্র ছিল না।
 এখানেই আপত্তি তোলে ওপার বাংলার বাঙালিরা। বাংলাদেশের ওই জার্সির সঙ্গে পাকিস্তানের জার্সির মিল খুঁজে পেয়েছেন তারা আর এতেই সমালোচনার মুখে পরে বিসিবি। অবশেষে চাপের মুখে পরে মঙ্গলবার নতিস্বীকার করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বোর্ডের তরফ থেকে জানানো হয় অ্যাওয়ে জার্সির জন্য নতুন নকশা তৈরি করা হয়েছে। ওই জার্সিতে বুকের কাছে লাল রঙে লেখা থাকবে দেশের নাম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.