দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে ডোপ টেস্টের সামনে জসপ্রীত বুমরা।
নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে বুমরাহের হল ডোপ টেস্ট। ভারতীয় দলের প্র্যাকটিস সেসানের সময় ডোপ নিয়ন্ত্রণ আধিকারিকরা জসপ্রীত বুমরাহকে ডোপিং টেস্টের জন্য নিয়ে যান। এই ডোপিং টেস্ট বিশ্ব ডোপিং নিরোধক এজেন্সি (ওয়াডা) দ্বারা করা হয়। বুমরাহের ইউরিন স্যাম্পেল নেওয়া হয় আর ঠিক ৪৫ মিনিট পর তার রক্তের নমুনা নেওয়া হয়।
বিসিসিআইয়ের পক্ষ থেকে জসপ্রীত বুমরাহের ডোপিং টেস্টের সত্যতা মেনে নেওয়া হয়। যদি জসপ্রীত বুমরাহ এই টেস্টে ফেল হয়ে যান তো তিনি বিশ্বকাপ ২০১৯ থেকেও ছিটকে যেতে পারেন।দ্রুতই টেস্টের রিপোর্ট ওয়াডা বিসিসিআইকে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে জসপ্রীত বুমরাহের ডোপিং টেস্টের সত্যতা মেনে নেওয়া হয়। যদি জসপ্রীত বুমরাহ এই টেস্টে ফেল হয়ে যান তো তিনি বিশ্বকাপ ২০১৯ থেকেও ছিটকে যেতে পারেন।দ্রুতই টেস্টের রিপোর্ট ওয়াডা বিসিসিআইকে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

No comments