Header Ads

মমতাকে পাড়ার খেনতি বুড়ির সঙ্গে তুলনা করলেন মুকুল।

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাড়ার খেনতি বুড়ির সঙ্গে তুলনা করলেন মুকুল রায়। মুখ্যমন্ত্রী কনভয় দেখলেই জয় শ্রীরাম স্লোগান আর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ধাওয়া করা প্রসঙ্গে এই মন্তব্য করেন মুকুল রায়। তিনি বলেন, পাড়ায় খেনতি বুড়িকে কেউ খেপায়, সঙ্গে সঙ্গে সে গালাগালি দেয়। আবার কিছু দূর যায়।
আবার খেনতি বুড়ি বলে ডাক। আবার গালাগালি খেনতি বুড়ির। বলেন মুকুল রায়। ওপর দিকে ফের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, জনগণ সরে গিয়েছে তৃণমূলের পাশ থেকে। ২০১১ সালে সিপিএমও একই ধরনের ডাক দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এই ডাকে তৃণমূলের কোনও লাভ হবে না বলেও মনে করেন বিজেপি নেতা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.