Header Ads

লুচি-আলুর দমের পর এবার সব্যসাচী-মুকুল লোকনাথ পুজোর খিচুড়ি ভোগে! আবার জল্পনা।

নজরবন্দি ব্যুরোঃ লুচি-আলুর দমের পর এবার লোকনাথ বাবার খিচুড়ি ভোগ। রাজ্য রাজনীতিতে ফের নয়া জল্পনা উসকে দিলেন সব্যসাচী দত্ত ও মুকুল রায়। সোমবার রাতে সল্টলেকে লোকনাথ পুজোর একটি অনুষ্ঠানে একইসঙ্গে বসে থাকতে দেখা যায় দুই নেতাকে। এই প্রসঙ্গে মুকুল বাবু বলেন 'তৃণমূলের বড় নেতারাই শুধু নন, সদ্য নির্বাচিত সাংসদদের অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু সব্যকে (সব্যসাচী) আমি কখনও আমার দলে আসার কথা বলিনি।
 কিন্তু এই ধরণের অনুষ্ঠানে কে কোথায় কার সঙ্গে দেখা করবে, সেটা কী অন্য কেউ বলে দেবে?' ওপর দিকে সব্যসাচী বাবু বলেন 'আমার বাড়িতে কারও প্রবেশ নিষিদ্ধ নয়। বিভিন্ন দলের নেতাদের সঙ্গেই আমার ভাল সম্পর্ক রয়েছে। তার মানে এই নয়, আমি সেই দলে যাচ্ছি। আমি বিজেপিতে যাচ্ছি বলে যা রটানো হচ্ছে, তা ভুয়ো।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.