Header Ads

মানসিক অবসাদেই আত্মহত্যার পথ বেছে ছিল জি ডি বিড়লা স্কুলের ছাত্রী কৃ্ত্তিকা!

নজরবন্দি ব্যুরোঃ প্লাস্টিকে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে জিডি বিড়লা স্কুলের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী কৃত্তিকার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল তথ্য।রিপোর্টে উল্লেখ, আত্মহত্যাপ্রবণ ছিল কৃত্তিকা। প্লাস্টিকের ফলে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে। বাম হাতের শিরা কাটা ছিল। নিজেই হাতের শিরা কেটেছিল কৃত্তিকা। ডান হাতের আঙুলে জোর কিছু চেপে ধরার দাগ রয়েছে। কোনও ধারালো, তীক্ষ্ম কিছুকে জোরে চেপে ধরলে এ ধরনের দাগ হয়ে থাকে। গত কাল শুক্রবার রানিকুঠির জি ডি বিড়লা স্কুলে,স্কুল চলাকালীন দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকাকে ওই স্কুলের শৌচাগার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তখন তাঁর হাতের শিরা কাটা ছিল ও মুখ প্লাস্টিক দিয়ে জড়ানো ছিল, ওই অবস্থাই তাকে হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণ আগেও সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথা বলছিল সে। কিন্তু একটু পরেই সে তাঁর সহপাঠীদের বলে তাঁর মাথা যন্ত্রণা করছে, তাই সে সিক রুমে যাচ্ছে।
কিন্তু সে সিক রুমে যাওয়ার বদলে সোজা বাথরুমে চলে যায়। এবং তারপর এই ঘটনা ঘটে। প্রতিবেশীরা বলছেন, শান্ত ও চাপা স্বভাবের ছিল কৃ্ত্তিকা। কম কথা বলত। বাবা-মা ছাড়া অন্য কোন বন্ধু-বান্ধব ছিলনা তার। নাচ-গান-আঁকাতেও মন ছিল তার। স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশও নিত সে। এরকম মেধাবী, কৃতী ছাত্রীর আত্মহত্যার কারণ নিয়ে তাই এখনও ধন্দে পুলিস। মানসিক চাপে অবসাদে ভুগছিল কৃতিকা সে কথা তার সুইসাইড নোটে তা স্পষ্ট। কিন্তু কী কারণে মানসিক চাপ সেটা এখন বুজতে পারছে না পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.