শিক্ষকদের মহামিছিল বন্ধ করতে আবেদন শিক্ষামন্ত্রীর! PRT নিয়ে আলোচনায় বসার প্রস্তাব। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ গতকালই প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ গ্রহন করেছে রাজ্য সরকার। জানা গেছে প্রাথমিক শিক্ষকদের সম্পূর্ণ দাবি পূরন না হলেও একটা স্কেল গ্রেড পে বাড়বে তাঁদের। এই একটা স্কেল বাড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক মহলে। কত বেতন বাড়বে সেটা নিয়ে নিশ্চিত নন কেউই। আগামী পরশু অর্থাৎ ২৪শে জুন, পূর্ব ঘোষিত কর্মসূচী হিসেবে অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন ইউইউপিটিডাব্লুএ-র মহা মিছিল রয়েছে তিলোত্তমার বুকে, শিক্ষকদের একাংশের ধারনা এই মহা মিছিল কে রুখতেই "ভিক্ষার পাত্র সাজিয়ে" চাল চেলেছে সরকার!
গতকাল UUPTWA, শিক্ষকদের যৎসামান্য বেতন বৃদ্ধির খবর শুনে, তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিল মিছিল হচ্ছেই আর এবার খোদ শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ফোন করলেন সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস কে! সংগঠনের সম্পাদিকা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী তাকে ফোন করেন এবং আগামী ২৪ তারিখের মহা মিছিল বন্ধ করতে অনুরোধ করেন। তিনি পৃথা বিশ্বাস কে জানান, প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবি মেনে নেওয়া হয়েছে তাহলে আবার আন্দোলন কেন? জবাবে UUPTWA-র পক্ষ থেকে পৃথা শিক্ষামন্ত্রীকে জানিয়ে দেন এক স্কেল বেতন বৃদ্ধি বিষয়টা পরিষ্কার নয় তাঁদের কাছে। কাজেই কেন্দ্রীয় হারে যোগ্যতা অনুযায়ী বেতন না পেলে তাঁরা অনড় থাকবেন দাবীতে। শিক্ষামন্ত্রী তখন বলেন তিনি বসতে চান সংগঠনের প্রতিনিধিদের সাথে, সেখানে আলোচনা করবেন আর কি করলে তাঁদের দাবী পূরন হবে। কিন্তু শর্ত ২৪শে জুনের মহামিছিল বন্ধ করতে হবে!
এরপর UUPTWA-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় শিক্ষামন্ত্রী-র প্রস্তাবের প্রতি সম্মান রেখে তাঁরা বসতে রাজি কিন্তু আলোচনা করতে হবে আগামীকাল দুপুর ২টোর মধ্যে। যদি আলোচনার টেবিলে প্রাথমিক শিক্ষকদের দাবী পূরণ হয় তাহলে মিছিল হবে না। কিন্তু যদি শিক্ষামন্ত্রী আলোচনায় না বসেন এবং দাবী পূরন না করেন তাহলে মহামিছিল তো হবেই ভবিষ্যতে কর্মবিরতিতেও যাবেন তাঁরা। এখন দেখার শিক্ষামন্ত্রী কি সিদ্ধান্ত নেন!
গতকাল UUPTWA, শিক্ষকদের যৎসামান্য বেতন বৃদ্ধির খবর শুনে, তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিল মিছিল হচ্ছেই আর এবার খোদ শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ফোন করলেন সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস কে! সংগঠনের সম্পাদিকা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী তাকে ফোন করেন এবং আগামী ২৪ তারিখের মহা মিছিল বন্ধ করতে অনুরোধ করেন। তিনি পৃথা বিশ্বাস কে জানান, প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবি মেনে নেওয়া হয়েছে তাহলে আবার আন্দোলন কেন? জবাবে UUPTWA-র পক্ষ থেকে পৃথা শিক্ষামন্ত্রীকে জানিয়ে দেন এক স্কেল বেতন বৃদ্ধি বিষয়টা পরিষ্কার নয় তাঁদের কাছে। কাজেই কেন্দ্রীয় হারে যোগ্যতা অনুযায়ী বেতন না পেলে তাঁরা অনড় থাকবেন দাবীতে। শিক্ষামন্ত্রী তখন বলেন তিনি বসতে চান সংগঠনের প্রতিনিধিদের সাথে, সেখানে আলোচনা করবেন আর কি করলে তাঁদের দাবী পূরন হবে। কিন্তু শর্ত ২৪শে জুনের মহামিছিল বন্ধ করতে হবে!



No comments