Header Ads

বিজেপির সংসদীয় দল ফিরতেই ফের উত্তপ্ত ভাটপাড়া!

নজরবন্দি ব্যুরো: শনিবার বিজেপির সংসদীয় দল ফিরে যাওয়ার পরেই ফের পুলিশ-জনতার দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। কাঁকিনাড়ার কাছারি রোডে টহল দিচ্ছিল পুলিশ। তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় লোকজন। তার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।
সে সময় এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন খোদ পুলিশ কমিশনার মনোজ বর্মা।

এ দিন সকাল থেকেই থমথমে পরিস্থিতি ছিল ভাটপাড়া। সেই পরিস্থিতির মধ্যে বাম-কংগ্রেসের একটি প্রতিনিধি দল আসে। এর পরে দুপুরে ভাটপাড়ায় যায় তিন সদস্যের বিজেপির সংসদীয় দল। নেতৃত্বে ছিলেন সাংসদ এস এস অহলুওয়ালিয়া।

প্রসঙ্গত, আজ ভাটপাড়ায় মৃত দুই বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এসএস আলুওয়ালিয়ার নেতৃত্বে তিন সদস্যের বিজেপি সাংসদের একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন অর্জুন সিং সহ তিন সদস্যের বিজেপি সংসদীয় প্রতিনিধি দল। পরিস্থিতি খতিয়ে দেখে আলুওয়ালিয়ার জানান, ২ জনকে পুলিশ গুলি করে খুন করেছে। মৃতের পরিবারের সদস্যরাও সেই একই কথা বলেছে।
আমরা এই ঘটনায় মর্মাহত। আমরা খুব শীঘ্রই এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাব।
একই সঙ্গে মৃত কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য ১০ লক্ষ্য টাকা দেওয়া হবে বলেও জানিয়েছে বিজেপি। এই টাকা সংগ্রহের জন্য চাঁদা তোলা হবে বলেও জানান সাংসদ। একই সঙ্গে মৃতের পরিবারকে চাকরি দেওয়ার ব্যাপারে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন অহলুওয়ালিয়া। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.