শিক্ষক নিয়োগ নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী? পড়ুন
নজরবন্দি ব্যুরো: বিভিন্ন অজুহাত দেখিয়ে রাজ্যে আটকে ছিল শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এই নিয়ে কম আন্দোলন করেননি হবু শিক্ষকরা। সরকারের বিরুদ্ধেও প্রতিবাদে নামতে দেখা গিয়েছে চাকরি-প্রার্থীদের একাংশের।
লাগাতার আন্দোলন-বিক্ষোভের পর ভোট-পর্ব মিটতেই নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে সোমবার বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে রাজ্যে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে কি না, বিরোধী দলের বিধায়কের প্রশ্নের জবাবে বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য এই মুহূর্তে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে।
রাজ্য সরকার অস্থায়ী শিক্ষক নিয়োগ করবে না। ইন্টার্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি। মুখ্যমন্ত্রী প্রস্তাব রেখেছিলেন মাত্র। রাজ্য সরকার যোগ্যতার ভিত্তিতে স্থায়ী শিক্ষক নিয়োগ করবে বলেও এদিন বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট, ইন্টার্ন শিক্ষক নিয়োগ নিয়ে আর এগোতে চাইছে না রাজ্য।
লাগাতার আন্দোলন-বিক্ষোভের পর ভোট-পর্ব মিটতেই নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে সোমবার বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে রাজ্যে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে কি না, বিরোধী দলের বিধায়কের প্রশ্নের জবাবে বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য এই মুহূর্তে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে।

No comments