ময়ূরেশ্বরে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ!
নজরবন্দি ব্যুরো: এই রাজ্যে এবারের লোকসভা নির্বাচনে শক্তি কমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর এর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটছে।
ফের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরে। অভিযোগ, ময়ূরেশ্বরের দলীয় কার্যালয় থেকে বৈঠক সেরে বেরনোর সময়ই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়।
মারধর করে তাঁদের বাইক ভাঙচুরেরও চেষ্টা করে বিজেপির দুষ্কৃতীরা। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করে তারা। থানায় অভিযোগ জানালে তদন্তে নেমে পুলিশ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। জখম তৃণমূল কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।
এবারের নির্বাচনে ১৮টি আসন জিতে বিজেপি ক্ষমতা দখলের নেশায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর অকারণে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত এক তৃণমূল নেতা।
ফের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরে। অভিযোগ, ময়ূরেশ্বরের দলীয় কার্যালয় থেকে বৈঠক সেরে বেরনোর সময়ই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়।
এবারের নির্বাচনে ১৮টি আসন জিতে বিজেপি ক্ষমতা দখলের নেশায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর অকারণে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত এক তৃণমূল নেতা।

No comments