বিজেপির কাছে গোহারা হেরে অখিলেশের সাথে সম্পর্ক শেষ করলো মায়াবতী।
নজরবন্দি ব্যুরোঃ মধুর সম্পর্ক শেষ। লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট তৈরি করে এক সঙ্গে পথ চলা শুরু করেছিল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। কিন্তু ভোটের পর দেখা গেল উত্তরপ্রদেশে বিজেপির কাছে গোহারা হারতে হয়েছে তাঁদের। আর তাই সোমবার সপার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী।
মায়াবতী জানিয়েছেন, সমাজবাদী পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি। এবার থেকে ভোটে একাই লড়বে তাঁর দল। একদিন আগেই লোকসভা বিপর্যয়ের দায় অখিলেশ যাদবের সপা-ক ঘাড়ে চাপিয়েছিলেন মায়াবতী। ইঙ্গিত তখনই দিয়ে দিয়েছিলেন। আর এদিন সরাসরি ঘোষণা করে দিলেন।
মায়াবতী জানিয়েছেন, সমাজবাদী পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি। এবার থেকে ভোটে একাই লড়বে তাঁর দল। একদিন আগেই লোকসভা বিপর্যয়ের দায় অখিলেশ যাদবের সপা-ক ঘাড়ে চাপিয়েছিলেন মায়াবতী। ইঙ্গিত তখনই দিয়ে দিয়েছিলেন। আর এদিন সরাসরি ঘোষণা করে দিলেন।

No comments