Header Ads

থমথমে ভাটপাড়ায় আজ বাম ও কংগ্রেস প্রতিনিধিদল।

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায়। এলাকা দখল ঘিরে দুষ্কৃতী তাণ্ডবে নিহত ৩। আহত ৪। চলতে থাকে দফায় দফায় বোমাবাজি সঙ্গে গুলির লড়াই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল, শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ।
নামাতে হয় হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।
এর পরে গত কাল পুলিশ-জনতা সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। পুলিশ ও র‍্যাফকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। জওয়ানদের দিকে লাঠি-রড নিয়ে তেড়ে যায় জনতা। কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।
যদিও পরে বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংয়ের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই রকম পরিস্থিতির মধ্যে আজ ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে নিহত পরিবারের বাড়িতে বাম ও কংগ্রেস প্রতিনিধিদল। ওই দলে ছিলেন সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা আবদুল মান্নান। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.