Header Ads

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে লক্ষ লক্ষের দুর্নীতি! দলেরই কর্মীদের অভিযোগে তদন্ত শুরু

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী যখন দলকে দুর্নীতি মুক্ত করতে চাইছেন সেই সময় দলের বিরুদ্ধে অভিযোগ করছেন দলের একটা বড় একটা অংশ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ।
আর এই অভিযোগ করেছে তৃণমূলেরই বড় অংশ। এমন অভিযোগ উঠেছে মালদহের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। যদিও সেই প্রধান নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। খালে এখনও জল আছে। তাতেই নাকি চলছে সংস্কারের কাজ। একশো দিনের কাজে খাল সংস্কারের কাজ চলছে। আর এই নিয়ে গ্রাম প্রধানের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ। তৃণমূল নিয়ন্ত্রিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। অভিযোগে পঞ্চায়েত সদস্যদের একাংশ এবং পঞ্চায়েত কর্মীদের একাংশের সহযোগিতায় এমজিএনআরইজিএ-তে দুর্নীতিতে সরাসরি জড়িত পঞ্চায়েতের প্রধান।
জল থাকা খাল সংস্কারে ভুয়ো শ্রমিকের উপস্থিতি দেখিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয় বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিকভাবে অভিযোগের কিছু সত্যতাও পাওয়া গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রধান সীমা বিবি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.