Header Ads

বড় জয় কংগ্রেসের।

নজরবন্দি ব্যুরোঃ কর্ণাটকের শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় বডির নির্বাচনে কংগ্রেস ও জেডিএস যে ফল করেছে, সেই ফল বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাত্পর্যপূর্ণ।কর্ণাটকের পুর ও পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ৫০৯টি ওয়ার্ডে দিতে বিজেপিকে অনেক পিছনে ফেলে দিয়েছে। ৮টি শহরের কর্পোরেশন ৩৩টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ২২টি নগর পঞ্চায়েত ও ২০২টি গ্রাম পঞ্চায়েত ভোট হয়। বেঙ্গালুরু আর্বান রিজিওনে কংগ্রেস ১৭টিতে জয়ী হয়েছে, সেখানে ১০টিতে জিতেছে বিজেপি।
১৩৬১ আসনের মধ্যে কংগ্রেস জেতে ৫০৯টি আসনে। লোকসভা নির্বাচনের বিজেপি যেখানে প্রায় ক্লিন সুইপ করেছিল, সেখানে গেরুয়া শিবির কংগ্রেসের তুলনায় অনেক পিছিয়ে। মাত্র ৩৬৬টি ওয়ার্ড জিততে পেরেছে তারা।অন্যদিকে জেডিএস পেয়েছে ১৭৪টি ওয়ার্ডে। আর নির্দল জয় পেয়েছে ১৬০টি ওয়ার্ড। মান্ড্যতে মুখ্যমন্ত্রীর এইচ ডি কুমারস্বামী ছেলে লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছিল। কিন্তু এই ভোটে ৬৯টি আসনের মধ্যে ৩২টিতে জিতেছে জেডিএস। কংগ্রেস জিতেছে ২৩টি আসনে। বিজেপি প্রায় ধুয়েমুছে সাফ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.