অবশেষে মনিরুলের পাশে দাঁড়িয়ে দিলীপের সাফাই 'ভোট জিততে গেলে পেশিশক্তিও লাগে'!
নজরবন্দি ব্যুরো: বাংলায় গেরুয়া ঝড় শুরু হতেই শাসক তৃণমূল কংগ্রেসের নেতারা ভিড় জমাতে শুরু করেছেন বিজেপিতে। বিশেষ করে দফায় দফায় শাসকদলের বিধায়করা বিজেপিতে যোগদান করবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায় সহ বিজেপির শীর্ষ নেতারা।
শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়, ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক।
সম্প্রতি গেরুয়া ছাতার তলায় আশ্রয় নিয়েছেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আর তাঁর যোগদানের পরেই বঙ্গ বিজেপি কার্যত দু-ভাগে ভাগ হয়ে গিয়েছে।
অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে মনিরুলের যোগদানের পরেই বিজেপিতে গণহারে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বীরভূমের বিজেপি নেতা-কর্মীরা। মনিরুল ইসলামকে কেন্দ্র করে যেভাবে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন ছড়াচ্ছে তাতে উদ্বিগ্ন এই রাজ্যের বিজেপি শিবির।
উল্লেখ্য, এই অবস্থার কথা স্বীকারও করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সম্প্রতি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ দাবি করেছেন, "এটা হল পার্ট অফ গেম। না হলে দল বড় হবে কি ভাবে!" এখানেই শেষ নয়, এই বিষয়ে তাঁর মন্তব্য, 'বাংলায় এখন ভোটে জিততে লোকবলের সঙ্গে পেশিশক্তিও লাগে। সেটা না হলে অর্জুন সিং জিততে পারতেন না। তবে রাজনীতিতে হিংসা কখনও কাম্য নয়।'
শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়, ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক।
অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে মনিরুলের যোগদানের পরেই বিজেপিতে গণহারে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বীরভূমের বিজেপি নেতা-কর্মীরা। মনিরুল ইসলামকে কেন্দ্র করে যেভাবে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন ছড়াচ্ছে তাতে উদ্বিগ্ন এই রাজ্যের বিজেপি শিবির।
উল্লেখ্য, এই অবস্থার কথা স্বীকারও করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সম্প্রতি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ দাবি করেছেন, "এটা হল পার্ট অফ গেম। না হলে দল বড় হবে কি ভাবে!" এখানেই শেষ নয়, এই বিষয়ে তাঁর মন্তব্য, 'বাংলায় এখন ভোটে জিততে লোকবলের সঙ্গে পেশিশক্তিও লাগে। সেটা না হলে অর্জুন সিং জিততে পারতেন না। তবে রাজনীতিতে হিংসা কখনও কাম্য নয়।'

No comments