Header Ads

একাধিক দাবিতে কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে ব্যাপক উত্তেজন!

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার কংগ্রেসের লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। আব্দুল মান্নান, প্রদীপ প্রসাদের নেতৃত্বে কংগ্রেস কর্মীদের মিছিল বেন্টিক স্ট্রিটের কাছে আটকে দেয় পুলিশ।
এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মিছিলে উপস্থিত কংগ্রেস সমর্থকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারীদের গ্রেফতার করে সঙ্গে সঙ্গেই বিনা শর্তে ছেড়েও দেওয়া হয়।
গোটা রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহার ও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার দাবিতে আজ ১২টায় লালবাজার অভিযান করে কংগ্রেস সমর্থকরা। দক্ষিণ কলকাতার প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, তিনটি ইস্যুতে আমাদের এই লালবাজার অভিযান।
এক- রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে এবং তাদের উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবি, দুই- তৃণমূল-বিজেপির দ্বৈরথে রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রতিবাদ এবং তিন, গোটা রাজ্যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার দাবি।
এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে ৪ থেকে কমে ২টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। রাজ্যে কোনও মতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে কংগ্রেস শিবির। দুবছরের মধ্যেই বিধানসভা ভোট। ঘুরে দাঁড়াতে সমসাময়িক ইস্যুকে হাতিয়ার করেই আন্দোলন ঝড় তুলতে চাইছে প্রদেশ নেতৃত্ব। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.