Header Ads

প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল । প্রথম দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের সোহম মিস্ত্রি।

নজরবন্দি ব্যুরোঃ প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল । সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার জয়েন্টের ফল ঘোষণা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । পরীক্ষার ২৪ দিনের মাথায় ফলপ্রকাশ করল তারা।এই পরীক্ষায় প্রথম হয়েছেন দুর্গাপুরের হেমশীলা মডেল হাইস্কুলের সোহম মিস্ত্রি। দ্বিতীয় হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের তমোজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তৃতীয় স্থান পেয়েছেন হেমশীলা মডেল হাইস্কুলেরই আর এক ছাত্র কৌস্তভ সেন।
 এছারাও চতুর্থ ও পঞ্চম স্থানে আছে অঙ্গীকার ঘোষাল এবং অর্ক দাস। www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in –এই দু’টি ওয়েবসাইট থেকে র্যা ঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের ৩০২টি কেন্দ্রে গত ২৬ মে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এগজামিনেশন বোর্ডের পরীক্ষা নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.