শিক্ষককে জুতো ছুঁড়ে মারার তীব্র প্রতিবাদ শিক্ষক ঐক্য মঞ্চের, গ্রেফতারের দাবি।
রাজ্য সরকার আগেই ঘোষণা করে স্কুলের পড়ুয়াদের জুতো দেওয়া হবে। আর সেই জুতো বিলি করতে গিয়ে হেনস্থার সম্মুখীন হলেন হুগলীর সিঙ্গুরের পহলামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকরা এসআই অফিসে আগেই জানিয়েছিলেন, যে পদ্ধতিতে পড়ুয়াদের মধ্যে জুতো বিলি করা হচ্ছে এই পদ্ধতি ঠিক নয়। শিক্ষকরা জানিয়েছিলেন, ক্লাস অনুসারে জুতোর মাপ এক হতে পারেনা। এর ফলে অভিভাবক ও স্কুল পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। শিক্ষকদের প্রস্তাব ছিল জুতো বিলি করতে হলে প্রতিটা ছাত্রের আলাদা আলাদা ভাবে জুতোর মাপ নেওয়া উচিত। কিন্তু শিক্ষকদের সেই কথায় পাত্তা দেয় নি সরকার। আর তার পরিণামে যা ঘটল তা শিক্ষকদের কাছে চরম অপমান ও লজ্জার।
ওই স্কুলে গতকাল ছিল পড়ুয়াদের মধ্যে জুতো বিলি করার দিন। জুতো বিলি করার সময় এক অভিভাবক অভিযোগ করেন, এই জুতোটা সঠিক মাপের নয়। আর এই নিয়ে শিক্ষকদের উদ্দেশে বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকেন। শিক্ষকরা অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও ওই অভিভাবক বুঝতে নারাজ। শেষে ওই অভিভাবক ওই জুতো শিক্ষকদের উদ্দেশে ছুঁড়ে দিয়ে স্কুল থেকে বেরিয়ে যান।
এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষে যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী এই ঘটনায় তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে বলেছেন "অবিলম্বে যে ব্যক্তি এই আচরণ করেছেন তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা মনে করি সরকারের অবিবেচক পদক্ষেপ এর জন্য দায়ী। ছাত্র-ছাত্রীদের পায়ের সঠিক মাপের জুতো শিক্ষক মশাইরা তৈরি করেন না, সরকার থেকে তা দেওয়া হয়। তাহলে তার দায় শিক্ষক সমাজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? আমরা এও দাবি করছি বিদ্যালয়ে শিক্ষা দান বাদ দিয়ে সাইকেল, জুতো, ব্যাগ ইত্যাদির দানের জন্য আলাদাভাবে তার ব্যবস্থা করা হোক। শিক্ষাদানের মতো গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে শিক্ষকদের এইসব কাজে কোন ভাবেই দায়িত্ব দেওয়া চলবে না।"
কোন মন্তব্য নেই