Header Ads

ভাটপাড়া-জগদ্দলে জারি হল ১৪৪ ধারা, অর্জুন-মদনের বাকযুদ্ধে চড়ছে পারদ। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল থেকেই দফায় দফায় সঙ্ঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভাট পাড়া।অগ্নিগর্ভ পরিস্থিতির শিকার হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন আরও চারজন।
ভাটপাড়া ফাঁড়ি থেকে অনতিদূরে তৃণমূল-বিজেপি দুই পক্ষের বোমা-গুলির লড়াইয়ে নিহত হয় এক কিশোর, নাম রামবাবু সাউ। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন পুলিশের ছোঁড়া গুলিতে মারা গেছে রামবাবু। তাঁর কথায়, পুলিশ কাঁদানে গ্যাসের পাশাপাশি গুলিও ছুড়েছে। সেই গুলিতেই নিহত হয়েছে রামবাবু। তাঁর অভিযোগ, "ভাটপাড়ায় গুলি চালানোর জন্য পুলিশকে লেলিয়ে দিচ্ছেন মমতা।" অন্যদিকে মদন মিত্র জানিয়েছেন অর্জুন সিং মিথ্যা কথা বলছেন, পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি বরং পুলিশ দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি জরুরি বৈঠক শুরু হয় নবান্নে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ‍্যসচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডিজি শ্রীবীরেন্দ্র এবং এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং। বৈঠকে ভাটপাড়া-জগদ্দলে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে চলবে রুট মার্চ।   

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.