Header Ads

পার্টি অফিস কাদের দখলে থাকবে, তৃণমূলের বৈঠক ঘিরে বিজেপির বিক্ষোভে উত্তেজনা কাঁচড়াপাড়ায়

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সাংগঠনিক বৈঠক ঘিরে উত্তেজনা ছড়াল কাঁচড়াপাড়ায়। রাজ্যের শাসক দল তৃণমূলের বৈঠক চলাকালীন বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকরা। জয় শ্রী রাম- এই স্লোগান ঘিরে উত্তেজনা ছড়ায়।  বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকে কাঁচড়পাড়া। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।
জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে কাঁচড়াপাড়ার থানা মোড়ের পার্টি অফিসে বৈঠকে বসে তৃণমূল নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন সুজিত বসু, মদন মিত্র, নির্মল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। বৈঠক শুরু হতেই পার্টি অফিসের বাইরে উত্তেজনা ছড়েতে শুরু করে। জমায়েত করতে শুরু করেন বিজেপি কর্মী, সমর্থকরা।  তাঁদের দাবি ওই পার্টি অফিস মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের নামে। অফিসের বিদ্যুতের বিলও তাঁর নামেও আসে।

তাই ওই পার্টি অফিস এখন থেকে বিজেপির। ওখানে বিজেপি থাকবে। প্রসঙ্গত, মঙ্গলবার বাবা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভ্রাংশু রায়।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। পথ অবরোধ করেন। শেষে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে। আর তারপরই ধুন্ধুমার বেঁধে যায় গোটা এলাকায়। বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা কাঁচড়াপড়া এলাকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.