Header Ads

আরও ১০ বিধায়ক তৃণমূল ছাড়তে পারেন! প্রাক্তনের কথায় আতঙ্কিত শাসক দল

নজরবন্দি ব্যুরো: বঙ্গ রাজনীতিতে মুকুল রায় বেশ পরিচিত নাম। অনেকে তাঁকে ভাল বেসে 'চাণক্য' বলে চেনেন।
আবার অনেকে মুখ্যমন্ত্রীর দেওয়া নাম 'গর্দার' নামেও জানেন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে দু’দফায় চার বিধায়ক ও ৬০ জনেরও বেশি কাউন্সিলর এবং নেতাদের বিজেপিতে যোগদান করিয়েছেন মুকুল রায়।

ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এখনও ৬ দফা যোগদান পর্ব বাকি রয়েছে। মাত্র দুই দফাতেই আতঙ্কিত তৃণমূল সুপ্রিমো। বিধায়ক, কাউন্সিলর, নেতারা তৈরি। সকলেই সঠিক সময়ের অপেক্ষা করছেন।
মুকুল পুত্র শুভ্রাংশু বিজপুরের বিধায়ক। কিছু দিন আগে বাবা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভ্রাংশু।
এছাড়া হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্র রায় এবং বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্যও বিজেপিতে যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। মুকুলের বক্তব্য, সবে তো খেলা  শুরু হয়েছে। এখনো ৬ দফায় যোগদান চলবে। ১০ জন বিধায়ক হাতে আছে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.