রাজীব কুমারের বাড়িতে সিবিআই!
নজরবন্দি ব্যুরো: ফের রাজীব কুমারের বাড়িতে সিবিআই এর। জানা গিয়েছে, পার্ক স্ট্রিটে তাঁর পূর্বের বাসভবনে গিয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। কিন্তু ১০ দিনের সময় চেয়ে নেন তিনি। সেই সময়সীমা এখনও শেষ হয়নি। এর মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যান সিবিআইয়ের দুই সদস্যের টিম।
রাজীব কুমারের হাজিরা নথিভুক্ত করার জন্যই সেখানে গিয়েছেন তাঁরা। সাধারণত, থানায় হাজিরা দিতে হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু রাজীব কুমার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, তাই তাঁর হাজিরা নথিভুক্ত করতে বাসভবনে পৌঁছে গিয়েছে সিবিআই ওই দুই সদস্যের টিম। বৃহস্পতিবার আদালতের নির্দেশে রক্ষাকবচ পান তিনি। আগামী একমাসের জন্যে এই রক্ষাকবচ বহাল থাকবে বলেই নির্দেশে জানিয়েছে আদালত।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। কিন্তু ১০ দিনের সময় চেয়ে নেন তিনি। সেই সময়সীমা এখনও শেষ হয়নি। এর মধ্যেই তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।
পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যান সিবিআইয়ের দুই সদস্যের টিম।

No comments