Header Ads

দফায় দফায় পুলিশি তল্লাশি, এখনও থমথমে গোটা ভাটপাড়া!

নজরবন্দি ব্যুরো: ভাটপাড়ায় রাতভর দফায় দফায় পুলিশি তল্লাশি। উদ্ধার হয় বোমা,আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে ভাটপাড়ার অশান্তিতে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। বৃহস্পতিবার ভাটপাড়ায় নিহত হন ২জন। পুলিশের গুলিতে তাঁদের মৃত্যু কিনা, জানতে তদন্ত শুরু হয়েছে। তবে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই দুই ব্যক্তির।
ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অর্জুন সিংয়ের নেতৃত্বে মৃতদেহ নিয়ে ভাটপাড়ায় শোকযাত্রা হবে। আগামীকাল, শনিবার ভাটপাড়ায় বিজেপির সংসদীয় প্রতিনিধি দল আসছে পরিস্থিতি দেখতে।

আজও সকাল থেকে থমথমে গোটা ভাটপাড়া। বন্ধ দোকান-বাজার, শুনশান রাস্তাঘাট। ভাটপাড়া ও জগদ্দলে জারি ১৪৪ ধারা। ভাটপাড়ার মোড়ে মোড়ে পুলিশ পিকেট বসান হয়েছে, রাস্তায় র‍্যাফের টহলদারি। ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। কেউ যাতে প্ররোচনা বা গুজব ছড়াতে না পারে তার জন্যই রাজ্য প্রশাসনের এমন পদক্ষেপ। উত্তর ২৪ পরগনার জেলাশাসক যে নির্দেশিকা জারি করেছেন, তাতে বলা হয়েছে, বারাকপুর, বসিরহাট, বনগাঁ মহকুমায় ইন্টারনেট পরিষেবা শুক্রবার মাঝরাত পর্যন্ত বন্ধ থাকবে।
তবে, বারাকপুর মহকুমার মধ্যে থাকা দমদম থানা, বিমানবন্দর থানা, এনএসসিবিআই এয়ারপোর্ট থানা এলাকাকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। আজ, শুক্রবার বারাকপুর সিপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি।

প্রসঙ্গত, গতকাল(বৃহস্পতিবার) ফের উত্তেজনা বাড়ে ভাটপাড়ায়। এলাকা দখল ঘিরে দুষ্কৃতী তাণ্ডবে নিহত ৩। আহত ৪। চলতে থাকে দফায় দফায় বোমাবাজি সঙ্গে গুলির লড়াই। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের সেল, শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.