অন্যায় করেছি! উদয়ন গুহর স্বীকারোক্তি ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে।
নজরবন্দি ব্যুরো: কখনও নিজেই নিজেকে সমালোচনা করেছেন, আবার কখনও বা তাঁর গলা থেকে ঝোরে পড়েছে আক্ষেপ। উদয়ন গুহর সাম্প্রতিক পোস্ট ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে দিনহাটার বিধায়ক স্বীকার করে নিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটা শহরের শান্তি তিনি বজায় রাখতে পারেননি। কলেজ কলেজে অশান্তি বেড়েছে দিনের পর দিন।
সেই দায়ও নিজের কাঁধেই নিয়েছেন দিনহাটার পৌরপ্রধান। একইসঙ্গে পুকুর নষ্ট, আলো লাগিয়ে অযথা খরচ নিয়ে অনুশোচনা করেছেন উদয়ন গুহ। তবে তিনি মনে করেন কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করেও মানুষের সমর্থন পাননি। উদয়ন গুহর আক্ষেপ, ডাক্তারবাবুদের ফিজ, সিজার কেসের প্যাকেজ বেঁধে দেওয়া, যানজট কমানোর মতো বিষয় গুরুত্ব দিয়েছিলেন তিনি।
তবে দিনহাটার মানুষ তা ভাল ভাবে নেয়নি, আমাদের শিক্ষা দিয়েছেন। তার জন্য তিনি অনুতপ্ত।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। বঙ্গে শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। আর এখন দলে-দলে তৃণমূলের নেতা থেকে সাধারণ সমর্থক নাম লেখাতে ব্যস্ত বিজেপিতে। সেইসময় এই ধরনের বিতর্কিত পোষ্টের কারণ কি? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।
সেই দায়ও নিজের কাঁধেই নিয়েছেন দিনহাটার পৌরপ্রধান। একইসঙ্গে পুকুর নষ্ট, আলো লাগিয়ে অযথা খরচ নিয়ে অনুশোচনা করেছেন উদয়ন গুহ। তবে তিনি মনে করেন কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করেও মানুষের সমর্থন পাননি। উদয়ন গুহর আক্ষেপ, ডাক্তারবাবুদের ফিজ, সিজার কেসের প্যাকেজ বেঁধে দেওয়া, যানজট কমানোর মতো বিষয় গুরুত্ব দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। বঙ্গে শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। আর এখন দলে-দলে তৃণমূলের নেতা থেকে সাধারণ সমর্থক নাম লেখাতে ব্যস্ত বিজেপিতে। সেইসময় এই ধরনের বিতর্কিত পোষ্টের কারণ কি? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।
No comments