নতুন লুকে আবির্ভূত মেগাস্টার।
নজরবন্দি ব্যুরোঃ ধূসর দাঁড়ি। কোঁচকানো ভ্রু-যুগল, চোখে চশমা। বয়সের ভারে নুয়ে পড়া চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মাথার সাদা টুপি স্কার্ফে জড়ানো। গায়ে হালকা আকাশি রঙা মলিন পাঞ্জাবি। শুক্রবার অমিতাভ বচ্চনের টুইটারের পাতায় বেশ জাঁকিয়ে বসেছেন এই বৃদ্ধ। সন্দিগ্ধ মনে কৌতূহলী চাহনি- কে ইনি? ইনি অমিতাভ বচ্চন। সুজিত সরকারের নতুন ছবি “গুলাবো সিতাবো”-তে এহেন অবতারেই দেখা যাব মেগাস্টার অমিতাভকে। এই ছবিতে তিনি বাড়িওয়ালার ভুমিকায়।
বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকেও। ছবির শুটিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে লখনউতে। সব কিছু ঠিক থাকলে ছবিটি ২০২০-র ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। সুজিত সরকারের “গুলাবো সিতাবো” ছবিতে অভিনয়ের কথা স্বীকার করেছেন স্বয়ং বিগ বি। সম্প্রতি করা একটি টুইটে তিনি “গুলাবো সিতাবো” ছবির শুটিংয়ের জন্য লখনউ যাওয়ার কথা জানিয়েছিলেন।

No comments