Header Ads

বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, দায়ের হল এফআইআর।

নজরবন্দি ব্যুরোঃ বলিউড অভিনেতা তথা প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে । ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বোন বেশ কিছুদিন আগে একটি অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেছিলেন আদিত্য পাঞ্চোলি তাঁর বোনকে এক দশক আগে যৌন হয়রানি করেন। যার প্রেক্ষিতে পাল্টা আদিত্য পাঞ্চোলি এফআইআর দায়ের করেন।সূত্রের খবর অভিযোগে বলা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে আদিত্য তাঁর বোনের সাথে খারাপ ব্যবহার করেছেন এবং তাকে ধর্ষণ করা হয়েছে।

 এর আগেও ওই মহিলা থানায় লিখিত অভিযোগ করেছেন। মহিলা আরও বলেন, যখন তাঁর ১৭ বছর বয়স ছিল তখন অভিনেতা তাঁর সঙ্গে অপব্যবহার করেছেন। এমনি মারধরও করা হয় বলে জানানো হয়। তিনি অভিনেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন কিন্তু সেই সময় আদিত্যকে সতর্ক করে দেওয়া হয়েছিল, যাতে তিনি দ্বিতীয়বার এই কাজ না করেন। তবে কিছুটা হলেও মুশকিলে পড়ে গিয়েছে ভারসোভা থানার পুলিশ। কারণ, এই অভিযোগটি ১০ বছর আগে করা হয়েছিল। প্রমাণের ক্ষেত্রে অসুবিধে দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.