Header Ads

ভালোবাসার নতুন ছন্দের ঠিকানা পাবেন এই গানে। কন্ঠে শিল্পী সঙ্গীতা দেব ও সৌমেন নন্দী।

নজরবন্দিঃ পৃথিবীতে সব কিছুর উপরে যা মানুষের সবচেয়ে প্রানের, মনের ঠিকানা হতে পারে, সেটি হল গান। একটি গান পারে একজন মানুষের মনকে ভালো করে দিতে, আবার একটি গান পারে কারোর মনকে ভারাক্রান্ত করে দিতে। তবে যদি কোনো গানের সুর প্রানের সুর হতে পারে তবে তা একজন মানুষের মনে চীর স্থান করে নিতে পারে। আর এবারে তেমন একটি গান উপহার দিতে চলেছেন শিল্পী সৌমেন নন্দী ও সঙ্গীতা দেব। এই দুই শিল্পীর নতুন ডুয়েট গান "তোর এই ভালোবাসারি ছোঁয়াকে"। ভালবাসার নতুন সংজ্ঞা পাওয়া যাবে এই গানের প্রতিটি লাইনে। গানটির প্রতিটি লাইনে যুক্ত আছে ভালোবাসার ছোঁয়া। দুটি মন আর তাদের নানা গল্পের কাহিনী, আর তার প্রতিচ্ছবি এই গান। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন মিউজিক ডিরেক্টর রনবীর রায়। এর আগে মিউজিক পরিচালক রনবীর রায়ের পরিচালনায় বহু নতুন গান উপহার পেয়েছেন মানুষ।
 শিল্পী সঙ্গীতা দেবের কন্ঠে এর আগে শ্রোতারা শুনেছেন নানা মনকারা গান। 2014 সালে জি বাংলা চ্যানেলের জনপ্রিয় শো সা রে গা মা তে শ্রোতাদের মনের চিলেকোঠাতে জায়গা করে নিয়েছিল শিল্পী সৌমেন নন্দী। সুরের জাদুতে তিনি মন কেরেছেন সকল শ্রোতাদের। তাঁর কন্ঠের জাদুতে মানুষের মনে কেটে গিয়েছে এক অমর দাগ। কেরে নিয়েছিল চ্যাম্পিয়ন এর তকমা। তাঁর এই নতুন গানটি লিখেছেন শিল্পী স্বয়ং সঙ্গীতা দেব। সম্প্রতি গানটির রেকর্ড এর কাজ সম্পন্ন হল মিউজিক রেকডা'র গোরা গুপ্তের তত্বাবধানে সঙ্গীত স্টুডিও তে। গানটির অডিও মুক্তি পাবে আগামী 4th July. মানুষের মনে এক ভালোবাসার তুলির টানের সাক্ষী হবে এই গান। Eagle Eye Entertainment এর ব্যানারে গানটির পোষ্টপ্রোডাকশন শেষ হল।শিল্পী সৌমেন নন্দি সেরার সেরা হিসাবে জি টিভি সা রে গা মা পা তে রানাস' আপ হয়েছিলেন ও এখন জি বাংলাতে সা রে গা মা পা তে গ্রুমার হিসাবে নিজের জায়গা দখল করে নিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.