আবার শামির বিরুদ্ধে কু কথার ফুলঝুরি হাসিনের মুখে।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপে সুযোগ পেয়েই দুর্দান্ত বোলিং করছে বঙ্গ পেসার মোঃ শামি। তাঁর প্রথম ম্যাচে হ্যাট্রিক সহ ৪ উইকেট আবার কাল ওয়েস্ট ইন্ডিস এর সাথে ৪ উইকেট। কার্যত তাঁর বল খেলতেই পারেনি টপ অডার ব্যাটস ম্যানরা। কিন্তু, শামির এ হেন সাফল্যেও হয়তো খুশি নন হাসিন জাহান শামির প্রাক্তন স্ত্রী। তাঁর সাফল্য নিয়ে যখন গোটা দেশ ধন্য ধন্য করছেন, তখনও তিনি সোশ্যাল মিডিয়ায় দিব্যি আক্রমণ শানিয়ে যাচ্ছেন নিজের স্বামীকে। এবার ফেসবুকে শামিকে “নির্লজ্জ-বখাটে” বলে তোপ দাগলেন হাসিন। এবার সোশ্যাল মিডিয়ায় সরব হন হাসিন জাহান।
এবারে তাঁর আক্রমণের বিষয় - সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ‘টিকটক’-এ শামির সক্রিয়তা। হাসিনের অভিযোগ, ফেসবুক, টুইটারের পর এবার টিকটকেও অসভ্যতা করছেন শামি। নির্লজ্জের মতো মহিলাদের প্রোফাইল ফলো করেন টিম ইন্ডিয়ার পেসার। নিজের ফেসবুক পোস্টের সঙ্গে বেশ কয়েকটি স্ক্রিনশটও প্রমাণ হিসেবে পোস্ট করেছেন হাসিন। হাসিন জাহান বলেন “বখাটে শামি টিকটকে অ্যকাউন্ট খুলেছেন। তিনি ৯৭ জনকে ফলো করেন, তাদের মধ্যে ৯০ জনই মহিলা এক বাচ্চার বাবা হয়েও কোনও লজ্জাশরম নেই। ছিঃ ছিঃ”।
এবারে তাঁর আক্রমণের বিষয় - সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ‘টিকটক’-এ শামির সক্রিয়তা। হাসিনের অভিযোগ, ফেসবুক, টুইটারের পর এবার টিকটকেও অসভ্যতা করছেন শামি। নির্লজ্জের মতো মহিলাদের প্রোফাইল ফলো করেন টিম ইন্ডিয়ার পেসার। নিজের ফেসবুক পোস্টের সঙ্গে বেশ কয়েকটি স্ক্রিনশটও প্রমাণ হিসেবে পোস্ট করেছেন হাসিন। হাসিন জাহান বলেন “বখাটে শামি টিকটকে অ্যকাউন্ট খুলেছেন। তিনি ৯৭ জনকে ফলো করেন, তাদের মধ্যে ৯০ জনই মহিলা এক বাচ্চার বাবা হয়েও কোনও লজ্জাশরম নেই। ছিঃ ছিঃ”।

No comments