৫ দিনেই ১০০ কোটির ক্লাবে শাহিদের “কবির সিং”।
নজরবন্দি ব্যুরোঃ শাহিদ কাপুর। বলিউডের এই নায়ক সবার থেকে একটু আলাদা। শাহিদ সব সময়ই খুব ভাল অভিনয় করেন। সে যেমন ছবিই হোক না কেন শাহিদের অভিনয় কিন্তু সব সময় প্রাণবন্ত। ২০০৩ সালে “ইস্ক ভিস্ক” ছবি দিয়েই বলিউডে হিরো হিসেবে এন্ট্রি হয় শাহিদের।কিন্তু তাঁর কোনও ছবিই বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করেনি।

No comments