PRT চেয়ে লাঠি, জলকামান, গ্রেফতার! রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন প্রাথমিক শিক্ষকদের।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে আজ ধিক্কার দিবস পালন করলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। বুকে কালো ব্যাজ পরে আজ স্কুলে যান রাজ্যের প্রায় প্রতিটি স্কুলের প্রাথমিক শিক্ষক গন। উল্লেখ্য, যোগ্যতা অনুযায়ী বেতনের দাবীতে পথে নেমেছিলেন রাজ্যের 'বঞ্চিত' প্রাথমিক শিক্ষকরা। মিছিলের শেষে প্রাপ্তি গ্রেফতারি ও জলকামানের আঘাত!
চলতি মাসের ২৪ তারিখ পিআরটি স্কেলের দাবীতে মহানগরের রাজপথের কার্যত দখল নিয়েছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া প্রায় ৪০ হাজার শিক্ষকের মিছিল স্রোত হয়ে আছড়ে পড়ে রানী রাসমনি এভিনিউ-তে। কিন্তু রাজনৈতিক কায়দায় প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ মিছিল রুখতে শিক্ষকদের ওপর জল কামান নিক্ষেপ করে পুলিশ, গার্ড ওয়াল দিয়ে ঘিরে ফেলা হয় পথ। জলকামানের আঘাতে আহত হন বহু শিক্ষক, অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজার সেন্ট্রাল লকআপে। প্রতিবাদে ধর্নায় বসেন প্রাথমিক শিক্ষকরা। পরে শিক্ষামন্ত্রী-র সাথে সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয় এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ধর্না উঠে যায়।
কিন্তু ঘোষিত শান্তিপূর্ন মিছিলের ওপর জলকামান কেন? সদুত্তর মেলেনি। তাই উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স অ্যাসোসিয়েশান এই ঘটনায় শান্তি পূর্ন প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে। UUPTWA সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষকদের কাছে আবেদন করা হয়েছিল আজ যেন প্রত্যেক শিক্ষক যেন কালো ব্যাচ পরে বিদ্যলয়ে শিক্ষকতা করেন সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের হাজারো প্রাথমিক শিক্ষক আজ প্রতিবাদে সামিল হলেন।
চলতি মাসের ২৪ তারিখ পিআরটি স্কেলের দাবীতে মহানগরের রাজপথের কার্যত দখল নিয়েছিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া প্রায় ৪০ হাজার শিক্ষকের মিছিল স্রোত হয়ে আছড়ে পড়ে রানী রাসমনি এভিনিউ-তে। কিন্তু রাজনৈতিক কায়দায় প্রাথমিক শিক্ষকদের শান্তিপূর্ণ মিছিল রুখতে শিক্ষকদের ওপর জল কামান নিক্ষেপ করে পুলিশ, গার্ড ওয়াল দিয়ে ঘিরে ফেলা হয় পথ। জলকামানের আঘাতে আহত হন বহু শিক্ষক, অনেককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজার সেন্ট্রাল লকআপে। প্রতিবাদে ধর্নায় বসেন প্রাথমিক শিক্ষকরা। পরে শিক্ষামন্ত্রী-র সাথে সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয় এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ধর্না উঠে যায়।

No comments