Header Ads

“তোমার জন্য গর্ব হচ্ছে” বললেন নুসরতের স্বামী নিখিল।

নজরবন্দি ব্যুরোঃ মন দেওয়া নেওয়া হয়েছিল আগেই। সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন নুসরত। ১৯ জুন রীতি মেনে তুরস্কের বোদরুমে বিয়ে সেরেছেন নুসরত ও নিখিল জৈন।তুরস্কের বোদরুম শহরে রাজকীয় বিয়ের অনুষ্ঠান সেরে গত ২৩ জুন সকালে কলকাতায় ফিরেছেন নবদম্পতি। আর এবার নববধূর বেশে সংসদে গিয়ে শপথ নিয়েছেন নুসরত। বুধবার প্রথমবার লোকসভায় দাঁড়িয়ে জনপ্রতিনিধি হিসেবে নিজের ভূমিকা পালন করেছেন। বসিরহাটে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির দাবি জানান তিনি।
 তাঁর এই উদ্যোগে খুশি বসিরহাটের বাসিন্দারা , তবে সবচেয়ে বেশি খুশি হয়েছেন নুসরতের স্বামী নিখিল জৈন। স্ত্রী সংসদে দাঁড়িয়ে কথা বলছেন, এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিখিল। সঙ্গে লিখেছেন, “আমরা প্রায় প্রতিদিনই অনেককে অনেক ধরনের প্রতিশ্রুতি দিতে দেখি। আবার সেগুলি ভাঙতেও দেখি।।এক্ষেত্রে পুরোটাই আলাদা নুসরত শপথ গ্রহণের ঠিক একদিন পরেই বসিরহাটের মানুষের জন্য কিছু চাইল। তোমার জন্য গর্ব হচ্ছে”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.