প্রবল গরম থেকে স্বস্তি মিলতে পারে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে।
নজরবন্দি ব্যুরোঃ জৈষ্ঠের প্রবল গরমের অস্বস্তি কাটিয়ে আজই শহর পেতে পারে বৃষ্টি ভেজা বিকেল। এমনটাই জানাচ্ছে আলিপুর অফিস। শুক্রবারের বিকেল থেকে সন্ধ্যা গড়াতেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশপাশে, যা স্বভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকার কথা ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ।

No comments