Header Ads

বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ!

নজরবন্দি ব্যুরো:নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার খবর পাওয়া যাচ্ছে। এবার শাসনে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। এলাকায় বোমাবাজি, বিজেপির দলীয় কার্যালয়ে আগুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত শাসনের ফলতির বেলিয়াঘাটার বকুণ্ডা ঘোষপাড়া এলাকায়।

বকুন্ডা ঘোষ পাড়ায় বিজেপির মন্ডল সভাপতি শম্ভু ঘোষের বাড়িতে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কর্মী সমর্থদের নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই আচমকা দুষ্কৃতীরা হামলা চালায়। ঘরে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ।
বিজেপি কর্মী সমর্থকদের মারধরও করা হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়।

এর পরে তারা অনুষ্ঠানের জন্য আয়োজিত খাবার মাটিতে ফেলে, বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে তাণ্ডব চালায়। শুধু তাই নয়, মণ্ডল সভাপতির স্ত্রীকে মারধোর করে শ্লীলতাহানি, নগদ টাকা, সোনার গয়না লুঠপাট করা হয় বলে অভিযোগ ওঠে। শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.