Header Ads

শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার

নজরবন্দি ব্যুরো: ভোট শেষ হতেই আটকে থাকা সমস্ত প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য সরকার।
শিক্ষক নিয়োগ দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে কর্মরত শিক্ষকদের আটকে থাকা বদলি প্রক্রিয়ায়ও শুরু করল রাজ্য সরকার।

শুরু হচ্ছে শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার। বাড়ি থেকে দূরে বা অন্য কোনও সমস্যার কারণ দেখিয়ে নিজেদের মধ্যে এবার থেকে ফের মিউচুয়াল ট্রান্সফার চাইতে পারবেন স্কুল টিচাররা। গত বছরের শেষে দাড়িভিটকাণ্ডের পর থেকে বন্ধ ছিল এধরনের বদলি প্রক্রিয়া।
বহু বিতর্কের পরে ফের এই প্রক্রিয়া চালু করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন।

প্রসঙ্গত, উর্দু ও সংস্কৃত শিক্ষকের নিয়োগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুল। পড়ুয়াদের অভিযোগ ছিল, স্কুলে বাংলার শিক্ষক নেই। অথচ উর্দু ও সংস্কৃত শিক্ষক নিয়োগ করেছে কর্তৃপক্ষ। কিন্তু স্কুলে ওই দুটি বিষয় পড়ানোই হয় না। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় বিদ্যালয় চত্বর। ঝামেলার মাঝে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর গুলিতে মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.