আগামী এক মাসে সব টেলিভিশন চ্যানেল থেকে দূরে থাকবে কংগ্রেস!
নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক টুইট বার্তায় জানান, 'আগামী এক মাসে সব টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ ও সম্পাদকদের অনুরোধ জানানো হচ্ছে, তাঁরা যেন তাঁদের কোনও শোয়ে কংগ্রেসের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না জানান। এই টুইটের পর জল্পনা শুরু হয়, তাহলে কি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইস্তফা নিয়ে বিতর্ক বন্ধ করতেই এমন সিদ্ধান্ত? রাজনৈতিক মহলের মতে, রাহুলের ইস্তফা নিয়ে কংগ্রেস এমনিতেই অস্বস্তিতে রয়েছে।
টেলিভিশন চ্যানেলের বিতর্কে গিয়ে কংগ্রেস মুখপাত্রদের তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এসব থেকে দলকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। কংগ্রেসের একটি অংশ মনে করছে, দলের নেতাদের 'সংবাদ মাধ্যম নির্ভরতার' অভ্যাস কাটাতে কাজে লাগবে এই সিদ্ধান্ত। জনগণের কাছে না-গিয়ে সংবাদ মাধ্যমের শোয়ে হাজির হয়ে সহজে কিস্তিমাত করার যে
প্রবণতা, তা বন্ধের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া, লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর এখনই মোদি সরকারের কড়া সমালোচনার পথে হাঁটতে চাইছেন না কংগ্রেসের শীর্ষ নেতারা। কারণ, তা করলে জনসাধারণের কাছে অন্য বার্তা যেতে পারে। অনেকেরই ধারণা, এই সব কথা ভেবেই কৌশলে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যেতে চাইছে কংগ্রেস শিবির।

No comments