'জয় শ্রী রাম' ধ্বনিতে আবার মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। মুখ থেকে বের হল অশ্লীল কথা!
নজরবন্দি ব্যুরোঃ ভাটপাড়ায় মমতার কনভয়ের সামনে ওঠে 'জয় শ্রী রাম' ধ্বনি। গাড়ি নেমে রাস্তায় পাইচারি করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সব বন্ধ করে দেব। এত বড় সাহস। আমাদের খাবে, আমাদের পড়বে। গুন্ডামি মস্তানি হবে না। বেঁচে আছো আমাদের জন্য। চামড়া গুটিয়ে ছেড়ে দেবে। নাম নিয়েও নাও নাকা চেকিং হবে। তুমি তোমার মতো স্লোগান দাও। এত বড় সাহস। বাংলাকে গুজরাট বানাতে দেব না। বাংলা বাংলা থাকবে। বন্ধ করে দিলে বুঝে যাবে সব''।
আবারও ওঠে 'জয় শ্রী রাম' ধ্বনি। গাড়ির দরজা থেকেই মমতার হুঙ্কার, 'সামনে এসে বল না'। আবার গাড়িতে প্রবেশ করেন মমতা। তখনও সমস্বরে ওঠে 'জয় শ্রী রাম'। ফের গাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে বলতে শুরু করেন, ''আয় আয় আয় সামনে আয়। বুকেট পাটা থাকলে সামনে আয়। আয় শালা ক্রিমিনাল। ভদ্রতার লিমিট আছে। সাহস কত। বিজেপির ফেট্টি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে। এরা এখানকার লোকাল লোক নয়। যত্ন করে রেখে দিয়েছি। এরা আউটসাইডার। উই উইল টেক অ্যাকশন। পুলিস পুলিসের কাজ করবে''।
আবারও ওঠে 'জয় শ্রী রাম' ধ্বনি। গাড়ির দরজা থেকেই মমতার হুঙ্কার, 'সামনে এসে বল না'। আবার গাড়িতে প্রবেশ করেন মমতা। তখনও সমস্বরে ওঠে 'জয় শ্রী রাম'। ফের গাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে বলতে শুরু করেন, ''আয় আয় আয় সামনে আয়। বুকেট পাটা থাকলে সামনে আয়। আয় শালা ক্রিমিনাল। ভদ্রতার লিমিট আছে। সাহস কত। বিজেপির ফেট্টি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে। এরা এখানকার লোকাল লোক নয়। যত্ন করে রেখে দিয়েছি। এরা আউটসাইডার। উই উইল টেক অ্যাকশন। পুলিস পুলিসের কাজ করবে''।

No comments