পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি এক তৃণমূল কর্মীকে!
নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে। বাড়ি ফেরার পথে এবার আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। আচমকাই বাইকে চড়ে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাল অজ্ঞাত-পরিচিত কয়েকজন লোক।
এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়।
রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির কাছেই একটি মিষ্টির দোকানে মেয়ের জন্য দুধ কিনতে যাচ্ছিলেন প্রসেঞ্জিত বিশ্বশর্মা নামে ওই তৃণমূল কর্মী। পাড়ার মধ্যেই নিশ্চিন্তেই হাঁটছিলেন তিনি। আচমকা পেছন থেকে বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি করে প্রসেঞ্জিতকে। এমনটাই জানা গিয়েছে এলাকা সূত্রে।
পেশায় মাটির ব্যবসায়ী প্রসেঞ্জিতের ওপরে কেন হামলা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে গোটা এলাকায়।
ব্যবসায়ীক গন্ডগোল, নাকি রাজনৈতিক শত্রুতা থেকে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। গুলি লেগেছে প্রসেঞ্জিতের তলপেটে। তাঁকে ভর্তি করা হয়েছে হসপিটালে।
এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়।
রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির কাছেই একটি মিষ্টির দোকানে মেয়ের জন্য দুধ কিনতে যাচ্ছিলেন প্রসেঞ্জিত বিশ্বশর্মা নামে ওই তৃণমূল কর্মী। পাড়ার মধ্যেই নিশ্চিন্তেই হাঁটছিলেন তিনি। আচমকা পেছন থেকে বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি করে প্রসেঞ্জিতকে। এমনটাই জানা গিয়েছে এলাকা সূত্রে।
পেশায় মাটির ব্যবসায়ী প্রসেঞ্জিতের ওপরে কেন হামলা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে গোটা এলাকায়।

No comments